এটি কোন অফিসিয়াল নোটিশ নয় । খান স্টোর এর পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া মাত্র
জনাব,
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের জন্য আপনার ইউনিফর্ম, ও টিউনিকের যাবতীয় আনুসাঙ্গিক যথা ঃ রিবন, মেডেল, ঈগলেট, র্যাংক ব্যাজ, ক্যাপ, টাই ইত্যাদি যথাযথ ভাবে গুছিয়ে রাখার জন্য খান স্টোর এর পক্ষ থেকে আপনাকে আগাম অনুরোধ জানাচ্ছি।
খান স্টোর, পলয়ওয়েল সুপার মার্কেট, নয়াপল্টন ঢাকা।
ফোন ০১৯৭৯৫৬৯২৫৬ , ০১৭২০৫৬৯২৫৬ (WhatsApp)
সংসদীয় নির্বাচন পদক ২০২৪
পদক প্রসঙ্গে
০৭ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সদস্যগন আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করায় তাদেরকে "সংসদীয় নির্বাচন জানুয়ারি ২০২৪" নামে একটি পদক ও রিবন প্রদানের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যথারিতি খান স্টোর কর্তৃক উক্ত রিবন ও মেডেল এর মূল নকশা প্রনয়ন ও অফিসিয়াল নমুনা তৈরী করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে পুলিশ সদস্যগনকে নিজ খরচে পদক/রিবন সংগ্রহ করতে হবে এবং এতে সরকারী অর্থিক সংশ্লেষ থাকবে না।
খান স্টোর সবসময়ই সর্বোচ্চ মানের সেবা প্রদানে অংগীকারাবদ্ধ। নতুন এই মেডেল ও রিবন এখন শুধুমাত্র খান স্টোরএই পাওয়া যায়। আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবসের প্রাক্কালে উক্ত রিবন ও মেডেল সংগ্রহ করতে যথা সম্ভব দ্রূত অর্ডার নিশ্চিত করতে সকলকে বিনীত অনুরোধ করা হল।
নতুন এই রিবন সেট হিসাবে সম্পূর্ন নতুন ভাবে অর্ডার করতে হবে। এ ক্ষেত্রে পুরাতন রিবন কোন কাজে লাগবে না । তবে মেডেল এর ক্ষেত্রে পুরাতন সেট ভেঙ্গে সংযুক্ত করা সম্ভব। তাই অর্ডার করার সময় আগের মেডেল সেট সাথে নিয়ে আসতে অনুরোধ করা হল ।
অর্ডার করতে
১. ০১৭২০৫৬৯২৫৬ নম্বরে কথা বলে বিপি নাম্বার /মোবাইল নাম্বার দিন।
২. আপনার প্রয়োজনীয় মেডেল ও রিবনের মূল্য জেনে নিন ।
৩. কুরিয়ার ডেলিভারী পেতে আপনার ঠিকানা দিন এবং কুরিয়ার খরচ সম্পর্কে জেনে নিন।
৪. ০১৯৭০৫৬৯২৫৬ এজেন্ট বিকাশ/নগদ নাম্বারে কুরিয়ার খরচ সহ ক্যাশ আউট করুন।
৫. ক্যাশ আউটের পর লাস্ট নম্বর বলে অর্ডার নিশ্চিত করুন।
৬. অর্ডার নিশ্চিত করার পর অর্ডার নম্বর ও ডেলিভারী তারিখ জেনে তা লিখে রাখুন।