+880 1720-569-256 [email protected]
Follow us

এটি কোন অফিসিয়াল নোটিশ নয় । খান স্টোর এর পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া মাত্র

জনাব, 

আগামী ১৬ই  ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের জন্য আপনার ইউনিফর্ম, ও টিউনিকের যাবতীয় আনুসাঙ্গিক যথা ঃ রিবন, মেডেল, ঈগলেট, র‍্যাংক ব্যাজ, ক্যাপ, টাই  ইত্যাদি  যথাযথ ভাবে গুছিয়ে রাখার জন্য খান স্টোর এর পক্ষ থেকে  আপনাকে আগাম অনুরোধ জানাচ্ছি। 

খান স্টোর, পলয়ওয়েল সুপার মার্কেট, নয়াপল্টন ঢাকা।

ফোন  ০১৯৭৯৫৬৯২৫৬ , ০১৭২০৫৬৯২৫৬ (WhatsApp) 

সংসদীয় নির্বাচন পদক ২০২৪

 পদক প্রসঙ্গে

​০৭ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সদস্যগন আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করায় তাদেরকে "সংসদীয় নির্বাচন জানুয়ারি ২০২৪" নামে একটি  পদক ও রিবন প্রদানের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যথারিতি খান স্টোর কর্তৃক উক্ত রিবন ও মেডেল এর মূল নকশা প্রনয়ন ও অফিসিয়াল নমুনা তৈরী করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে পুলিশ সদস্যগনকে নিজ খরচে পদক/রিবন সংগ্রহ করতে হবে এবং এতে সরকারী অর্থিক সংশ্লেষ থাকবে না।

​খান স্টোর সবসময়ই সর্বোচ্চ মানের সেবা প্রদানে অংগীকারাবদ্ধ। নতুন এই মেডেল ও রিবন এখন শুধুমাত্র খান স্টোরএই পাওয়া যায়। আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবসের প্রাক্কালে উক্ত রিবন ও মেডেল সংগ্রহ করতে যথা সম্ভব দ্রূত অর্ডার নিশ্চিত করতে সকলকে বিনীত অনুরোধ করা হল। 

​নতুন এই রিবন সেট হিসাবে সম্পূর্ন নতুন ভাবে অর্ডার করতে হবে। এ ক্ষেত্রে পুরাতন রিবন কোন কাজে লাগবে না । তবে মেডেল এর ক্ষেত্রে পুরাতন সেট ভেঙ্গে সংযুক্ত করা সম্ভব। তাই অর্ডার করার সময় আগের মেডেল সেট সাথে নিয়ে আসতে অনুরোধ করা হল । 

অর্ডার  করতে 

১. ​০১৭২০৫৬৯২৫৬  নম্বরে কথা বলে বিপি নাম্বার /মোবাইল নাম্বার দিন।

২. ​আপনার প্রয়োজনীয় মেডেল ও রিবনের মূল্য জেনে নিন । 

৩. ​কুরিয়ার ডেলিভারী  পেতে আপনার ঠিকানা দিন এবং কুরিয়ার খরচ সম্পর্কে জেনে নিন।

৪. ​০১৯৭০৫৬৯২৫৬ এজেন্ট বিকাশ/নগদ নাম্বারে কুরিয়ার খরচ সহ ক্যাশ আউট করুন।

৫. ​ক্যাশ আউটের পর লাস্ট নম্বর বলে অর্ডার নিশ্চিত করুন। 

৬.  ​অর্ডার নিশ্চিত করার পর অর্ডার নম্বর ও ডেলিভারী তারিখ জেনে তা লিখে রাখুন।

Discover more