Skip to Content

K M Tipu Sultan

কাউসার মোল্লা (কে এম টিপু সুলতান) বৃহত্তর উত্তরা থানার দক্ষিণখানে জন্মগ্রহণ করেন, তিনি সিভিল এভিয়েশন হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা কমার্স কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষায় লন্ডন পাড়ি জমান। আইনে স্নাতক (ফার্স্ট ক্লাস) শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আইনে স্নাতকোত্তর (ফার্স্ট ক্লাস), নর্দান বিশ্ববিদ্যালয় থেকে কর্পোরেট ল এর উপর স্নাতকোত্তর (ফার্স্ট ক্লাস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে এমএসএস, ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সিটি ল চেম্বার এ কর্মরত আছেন। আন্তর্জাতিক সামাজিক সংগঠন আমিনেস্টি ইন্টারন্যাশনাল, রোটারি ইন্টারন্যাশনাল, এপেক্স ক্লাব, ফেলোশিপ ইন্টারন্যাশনাল, ডেন্টাল হেলথ সোসাইটি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ও ফাউন্ডারস কমিউনিটি ক্লাব এর সাথে জড়িত আছেন। তিনি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস্, নর্দান আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইটালি ও ইন্ডিয়া ভ্রমণ করেছেন।